আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টি-২০ ফরম্যাটে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই ম্যাচেই ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন সাকিব আল হাসান। অনবদ্য পারফরম্যান্স করে সিরিজ সেরার পুরস্কারও নিজের করে নিয়েছেন তিনি। যার মাধ্যমে এখন শচীন-কোহলিকে পেছনে ফেলার সুযোগ দেশসেরা এই অলরাউন্ডারের সামনে।
রোববার (১৬ জুলাই) আফগানিস্তানকে হারিয়ে সিরিজ সেরার পুরস্কার হাতে নিয়ে নতুন এক রেকর্ডে নাম তুলেছেন সাকিব। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক সিরিজ সেরার পুরস্কার জেতা তৃতীয় ক্রিকেটার তিনি। ২০টি করে সিরিজ সেরার পুরস্কার জিতে আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের আগে রয়েছেন শুধু শচীন এবং কোহলি।
সাম্প্রতিক সময়গুলোতে সাকিব যে দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে তাতে শচীন এবং কোহলিকে টপকে সর্বাধিক সিরিজ সেরা পুরস্কার জেতা ক্রিকেটারদের তালিকায় শীর্ষে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
সদ্য শেষ হওয়া টি-২০ সিরিজে আফগানিস্তানের বিপক্ষে সাকিব ব্যাট হাতে যথাক্রমে ১৯ এবং ১৮ রান করেন। একই সঙ্গে বল হাতে ৬ ইকোনমি রেটে ৪টি উইকেট শিকার করেন বিশ্বসেরা অলরাউন্ডার। এমন অসাধারণ নৈপুণ্য তাকে ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার এনে দিয়েছে।