সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সেস অ্যাওয়ার্ড পেলেন চট্টগ্রামের সানজু

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্সেস অ্যাওয়ার্ড-২০২৪ অর্জন করেছেন চট্টগ্রামের তরুণ ব্যবসায়ী আবু তালেব সিদ্দিকী সানজু। সম্প্রতি নেপালের কাঠমুন্ডুতে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় যুব ও ব্যবসা উন্নয়ন শীর্ষ সম্মেলনে নেপাল সরকারের অর্থমন্ত্রী ড. প্রকাশ শরণ মাহাত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অ্যাওয়ার্ড প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন নেপালের ডেপুটি স্পিকার ইন্দিরা রানা মাগারসহ গ্লোবাল ইয়ুথ ডেভেলপমেন্ট কাউন্সিলের নেতৃবৃন্দ।

চিটাগাং মেরিন ডকইয়ার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু তালেব সিদ্দিকী সানজু এসআরএস ট্রেডার্স ও সানটেক কর্পোরেশনের স্বত্বাধিকারী। জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা কেন্দ্রীয় এক্স প্রেসিডেন্ট ও বর্তমানে জেসিআই বাংলাদেশের একটি জাতীয় গভর্নিং বডি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের স্থায়ী কমিটির সদস্য।