সাঈদীর মৃত্যুতে ফেসবুকে পোস্টের পর ঘোষণা দিয়ে পদ ছাড়ল দুই স্বেচ্ছাসেবক লীগ নেতা

জামায়াত নেতা সাঈদীর মৃত্যুতে ফেসবুকে সমবেদনা এবং ওয়াজের প্রশংসা জানানোর পর এবার ঘোষণা দিয়ে স্বেচ্ছাসেবক লীগ ছেড়েছেন চট্টগ্রামের লোহাগাড়ার দুই নেতা।

সোমবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগের কথা জানিয়ে পোস্ট দেন তারা।

তারা হলেন—উপজেলার বড়হাতিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ওরফে ইমন এবং সহ-সভাপতি মো. কামরুজ্জামান।

এর আগে ১৪ আগস্ট রাতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ফেসবুকে পোস্ট দেন। তিন দিন পর পোস্টটি মুছে দিয়ে আইডি হ্যাক হওয়ার দাবি করেন সাইফুল ইসলাম।

সাইফুল ইসলাম গণমাধ্যমে বলেন, পারিবারিক চাপ ও ব্যবসায়িক ব্যস্ততার কারণে সাংগঠনিক কাজে সময় দিতে না পারায় পদত্যাগ করেছেন। অন্য কোনো কারণ নেই।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জানান, ওই দুই নেতা ১৪ আগস্ট রাতে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে সমবেদনা জানিয়ে ও তাঁর ওয়াজের প্রশংসা করে ফেসবুকে পোস্ট দেন। তাঁদের কাছে পোস্ট দেওয়ার কারণ জানতে চাওয়া হয়। তাঁরা পদত্যাগ না করলেও তাঁদের বহিষ্কার করা হতো। সেটি জেনে তাঁরা নিজেরাই পদত্যাগ করেছেন।