সাংবাদিক উত্তম সেনগুপ্তের মায়ের পরলোকগমন

সাংবাদিক উত্তম সেনগুপ্তের মা খুকু সেন (৭১) পরলোকগমন করেছেন৷

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টায় নগরের মেহেদীবাগের একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। খুকু সেন প্রয়াত দিলীপ সেনগুপ্তর স্ত্রী।

তিনি তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তানের জননী। বোয়ালখালীর পশ্চিম সারোয়াতলি গ্রামে নিজ বাড়িতে তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

খুকু সেনের মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্তী ও সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম।

তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও চসিক মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী। শোক জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (সিইউসিএজেএএ)।