সহজে জিতেছে চিটাগাং রয়েলস

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট 

সিজেকেএস ২য় বিভাগ ক্রিকেট লীগে বড় ব্যবধানে জিতেছে চিটাগাং রয়েলস।  রবিবার (২৮ মে) মহিলা কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত খেলায় তারা ১৫৪ রানের সিটি ক্লাবকে পরাজিত করেছে।  টসে জিতে প্রথমে ব্যাট করে চিটাগাং রয়েলস ৫০ ওভারে ২৫৭ রান সংগ্রহ করে।  জবাবে  সিটি ক্লাব ৩৪ ওভারে ১০৩ রানে সবকটি উইকেট হারায়।

চিটাগাং রয়েলস’এর হয়ে জাবেদ মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি থেকে বঞ্চিত হন।  তিনি  ৯৬ বলে ৫চার ও  ৮ছক্কায় ৯৮ রানে অপরাজিত ছিলেন।  এছাড়া অন্যান্যের মধ্যে জাবেদ ৩৪ (৫চার ও ১ছক্কা), জোবায়ের ২৭ (২চার), জাহেদ ২৬ (৩ ছক্কা), আবিদ ১৯ (৩চার) ও রিয়াদ ১০ (১ছক্কা) রান করেন।  সিটি ক্লাবের হয়ে ফাহিম

৪৬ ও আলভী ৬৩ রানে ২টি করে এবং সোহাইল ২২, আদিল ২৮ ও মেহেদি ৬৬ রানে ১টি করে উইকেট নেন।

সিটি ক্লাবের হয়ে মাত্র ৩ জন দু-অংকের রান করতে পেরেছিলেন।  এরা হলেন, রাহাত ২৯ (৫চার), মেহেদি ১৭ (১চার ও ২ছক্কা) ও অয়ন ১২ (১চার ও ১ছক্কা)।  অতিরিক্ত খাতে আসে ২০ রান। চিটাগাং রয়েলস’র শাওন ২১ রান ৩টি এবং সাদ্দাম ১৫ ও রিয়াদ ২৫ রানে ২টি করে উইকেট নেন।  এছাড়া জোবায়ের ২ ও আবিদ ৮ রানে ১টি করে উইকেট পান।