‘প্রশিক্ষিত যুবশক্তি: সমৃদ্ধ দেশ’ এই প্রতিপাদ্যকে উপজীব্য করে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংগঠন ইউনাইট্ থিয়েটার ফর সোশাল অ্যাক্শন্ (উৎস)। জাতীয় যুব দিবস উপলক্ষে নিজস্ব কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা ডিয়াকোনিয়ার সহযোগিতায় এবং হিউম্যানিটি এন্ড ইকুয়ালিটি টু একসিলারেট রাইটস থ্রো থেরাপিউটিক থিয়েটার (হার্ট) প্রকল্পের আওতায় বিতর্ক প্রতিযোগিতায় চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯, ১০ ও ১৩ নং ওয়ার্ডের ৩টি যুব মঞ্চ অংশগ্রহণ করে।
৩ পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিজয়ী হয় ৯ নাম্বার ওয়ার্ড যুব মঞ্চ। সমাপনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি ফজলে রাব্বি ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান।