স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সমাবেশকে ঘিরে অরাজকতা সৃষ্টির চেষ্টা করলে বিএনপি ভুল করবে।
বুধবার (৩০ নভেম্বর) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস অডিটোরিয়মে ‘নারী পুলিশের গৌরবময় যাত্রা ও অর্জন ১৯৭৪-২০২২’ প্রতিপাদ্যে বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের বার্ষিক প্রশিক্ষণ সম্মেলনের উদ্বোধন শেষ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১০ ডিসেম্বর সমাবেশ করতে বিএনপি দুটি জায়গার কথা বলেছে- সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া এভেনিউ। সুন্দর পরিবেশের জন্যই তাদের সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দেওয়া হয়েছে। তারপরও বিএনপি সমাবেশের নামে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করতে চাইলে ভুল করবে।
ঢাকায় গণসমাবেশে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া যোগ দিলে জামিন বাতিল হবে কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে আদালত জামিন দিয়েছেন। এটা আদালতের বিষয়, আদালত বুঝবেন।