বিএনপি সরকার পতনের দিবাস্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, বিএনপির সঙ্গে কোয়ার্টার ফাইনাল খেলা হয়েছে। এরপর সেমি ফাইনাল হবে। নির্বাচনে হবে ফাইনাল খেলা। সব খেলাতেই তারা হারবে।
সোমবার (১২ ডিসেম্বর) দুপুরে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ঢাকা বিভাগীয় গণসমাবেশে বিএনপির যে ১০ দফা সেগুলো ‘পুরানো কথা’ বলে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ১০ ডিসেম্বর গেল। শুধু আতঙ্ক সৃষ্টি ছাড়া কিছুই করতে পারেনি তারা। সব অচল করে দেওয়ার ছক এঁকে বিএনপি এখন নিজেরাই অচল। তাদের ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই। এরপরও খতিয়ে দেখা হচ্ছে মেনে নেওয়ার মতো কিছু আছে কি-না।
তিনি বলেন, বিএনপির সংসদ সদস্যরা চলে গেলেন। কিন্তু এভাবে বয়কট করা বড় ভুল। অচিরেই তারা বুঝতে পারবেন। তবে বিএনপির এমপিরা পদত্যাগ করায় সংসদে কোনো প্রভাব পড়বে না।
আওয়ামী লীগের শেকড় অনেক গভীরে মন্তব্য করে দলটির সাধারণ সম্পাদক বলেন, ‘কারো ধাক্কায় আওয়ামী লীগ ভয় পায় না। শেখ হাসিনা দেশের মানুষের মন বুঝে তাদের জন্য উন্নয়ন অগ্রগতি করে যাচ্ছেন।’
তিনি বলেন, দেশে পাঁচ মাসের রিজার্ভ মজুত আছে। তিন মাসের রিজার্ভ জমা থাকলেই দেশ স্বাভাবিক পরিস্থিতিতে থাকে। সেখানে পাঁচ মাসের রিজার্ভ মানে দেশে কোনো সংকট নেই।
সম্মেলন শুরুর আগে দু’পক্ষের মারামারি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, কেন ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটলো তা খতিয়ে দেখা হবে।