সন্দ্বীপে ‘নারীদের আর্থিক সাক্ষরতায় নিরাপদ ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার

আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার উদ্যোগ

আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার উদ্যোগে নারীদের আর্থিক সাক্ষরতা ও নিরাপদ ভবিষ্যৎ শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার ব্যবস্হাপক আরিফ মহিউদ্দিন জীবন। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন সন্দ্বীপ সরকারি হাজী আবদুল বাতেন কলেজের অধ্যক্ষ বেলায়েত হোসেন।

আইএফআইসি ব্যাংক সন্দ্বীপ শাখার টেরিটোরি সার্বিস অফিসার আকাশ নাথের সঞ্চালনায় সেমিনারে মূল আলোচক ছিলেন আইএফআইসি ব্যাংকের কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. আল আমিন।

উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব সন্দ্বীপ শাখার সভাপতি ইলিয়াছ সুমন। সেমিনারে কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর প্রায় শতাধিক ছাত্রীরা অংশ গ্রহণ করেন।

সেমিনারের বক্তারা বলেন, বর্তমানে আমাদের জনগোষ্ঠীর অর্ধেক নারী। আমাদের প্রধানমন্ত্রী, স্পিকার নারী। নারীরা এখন সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, ভবিষ্যতে নারীদের আর্থিক ভাবে এগিয়ে নিতে আমাদের এ উদ্যোগ। যাতে নারীরা কর্মজীবনে প্রবেশ করে তাদের আর্থিক নিরাপত্তা বিষয়ে সচেতন থাকে।