চট্টগ্রামের সন্দ্বীপে ধন মিয়া (৩৫) নামে নৌকার এক সমর্থককে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার অনুষ্ঠিত সংসদ নির্বাচনে ঘটা একটি ঘটনাকে কেন্দ্র করে তাকে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানা যায়।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গাছুয়া হাদিয়ার বাড়ীতে দু’পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। জরুরি চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম আনা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।
গাছুয়া ইউপি চেয়ারম্যান আবু হেনা জানান, আহত ধন মিয়া বাড়ী সংলগ্ন মসজিদে আযান দিয়ে বের হওয়ার পথে প্রতিপক্ষ ঈগল মার্কার কর্মীরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার সাথে কথা কাটাকাটি শুরু করে এবং এক পর্যায়ে তাদের ছুরিকাঘাতে ধন মিয়া মারাত্মকভাবে আহত হন।