সন্তানকে দেখে রাখার আকুতি জানিয়ে মা-বাবার আত্মহত্যা

একমাত্র শিশু সন্তানকে দেখে রাখার জন্য স্বজনদের কাছে আকুতি জানিয়ে আত্মহত্যা করেছেন মা-বাবা। সিলেটের পাঠানটুলা এলাকার একটি বাসা থেকে রোববার (৬ নভেম্বর) বেলা ১১টায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় রুমের ভেতরে জীবিত অবস্থায় তাদের দে বছরের শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে।

নিহতরা হচ্ছেন রিপন দাস ও তার স্ত্রী শিপা তালুকদার। তাদের বাড়ি সুনামগঞ্জের সদর উপজেলার ফন্দিয়া গ্রামে। পুলিশ জানায়, পল্লবী আবাসিক এলাকার ২৫-সি বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন শিপা ও তার স্বামী রিপন দাস। রোববার সকালে তাদের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ আসছিলো।

স্থানীয়দের কাছে খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ পল্লবী আবাসিক এলাকার ২৫-সি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করে। পুলিশের ধারণা- পারিবারিক কলহের জেরে তারা দুজন আত্মহত্যা করে থাকতে পারেন।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। পারিবারিক কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।

এদিকে- আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে গেছেন শিপা তালুকদার। তার রেখে যাওয়া সন্তানকে দেখভাল করার জন্য স্বজনদের কাছে আকুতি জানিয়ে গেছেন তিনি।