সড়ক দুর্ঘটনায় ক্ষতিপূরণ: নিহতের পরিবার পাবে ৫ লাখ, অঙ্গহানি হলে ৩ লাখ

চলতি বছরের জানুয়ারি থেকে শুরু হয়েছে, ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন

দেশে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রম আগামী ২২ অক্টোবর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার ৫ লাখ এবং অঙ্গহানি হওয়া ব্যক্তিরা ৩ লাখ টাকা করে পাবেন।  রোববার (২০ আগস্ট) সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ভবনের কার্যালয়ে নিরাপদ সড়ক দিবসে (২২ অক্টোবর) আনুষ্ঠানিকতা পালন করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, এ ব্যাপারে প্রধানমন্ত্রী আমাদের নির্দেশনা দিয়েছেন।  সেখানে তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) সড়ক দুর্ঘটনায় নিহত-আহতদের ক্ষতিপূরণ প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।  ওইদিন প্রাথমিক পর্যায়ের চেক বিতরণ করা হবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘চলতি বছরের জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে।  জানুয়ারি থেকে ১৭ আগস্ট পর্যন্ত ২৪৩টি আবেদন পেয়েছি।  সাত দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশনা দেওয়া আছে।  সবকিছু ঠিক হলে আমরা ক্ষতিপূরণের চেক রেডি করব। ’

এটা অব্যাহত থাকবে কি না- জানতে চাইলে নুর মোহাম্মদ মজুমদার বলেন, ‘এটা অব্যাহত থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া। ’

এটি কখন থেকে কার্যকর হবে- জানতে চাইলে তিনি বলেন, ‘বিধি কার্যকর হওয়ার পর থেকে এটি কার্যকর হবে। ’

আগে যারা নিহত হয়েছেন তাদের ক্ষেত্রে কি হবে- সে বিষয়ে নুর মোহাম্মদ বলেন, ‘আগেরগুলো আমাদের বিষয় নয়।  বিধি কার্যকরের আগে তো আমরা যেতে পারছি না। ’

নূর মোহাম্মদ মজুমদার জানান, আগে দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এ সুবিধা পাবেন না।  বিধি কার্যকর হওয়ার পর ঘটে যাওয়া দুর্ঘটনায় আহত-নিহত সবাই এ ক্ষতিপূরণ পাবেন।  দুর্ঘটনার পর পুলিশের তদন্ত রিপোর্টের প্রেক্ষিতেই তালিকা হবে।