সংস্কার প্রচেষ্টাকে স্বাগত জানাই : অ্যান্তোনিও গুতেরেস

বাংলাদেশে সফররত জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র ও মানবাধিকার রক্ষা ও সংস্কার প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। আজ ঢাকায় এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বাংলাদেশের আতিথেয়তা এবং রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য দেশের জনগণের উদারতার প্রশংসা করেন।

অ্যান্তোনিও গুতেরেস বলেন, জাতিসংঘের কোনো নিজস্ব অ্যাজেন্ডা নেই, বরং বাংলাদেশকে সহযোগিতা করাই তাদের মূল লক্ষ্য।

তিনি ঢাকায় জাতিসংঘের নতুন ভবনে ৫০ বছর পূর্তির একটি আলোকচিত্র প্রদর্শনীও দেখেন।

অনুষ্ঠানে উপদেষ্টা আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন।