শ্রীলঙ্কার হার, ওয়ানডে সিরিজ ভারতের

এক ম্যাচ হাতে রেখে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজ জিতেছে ভারত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কলকাতার ইডেন গার্ডেনে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়েছে রোহিত শর্মারা। তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। আগামী ১৫ জানুয়ারি থিরুভানানথাপুরামে অনুষ্ঠিত হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।

টস জিতে আগে ব্যাট করতে নেমে ৩৯.৪ ওভারে মাত্র ২১৫ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৪০ বল হাতে রেখে ছয় উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায় ভারত।

২১৬ রানে খেলতে নামা ভারতের হয়ে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রানের ইনিংস খেলেন লোকেশ রাহুল। হার্দিক পান্ডিয়া ৩৬, শ্রেয়াস আয়ার ২৮, সুবমান গিল ২১, অধিনায়ক রোহিত শর্মা ১৭ রান করেন। প্রথম ম্যাচে সেঞ্চুরি করা বিরাট কোহলি এদিন করতে পারেন মাত্র ৪ রান। বল হাতে লঙ্কানদের হয়ে দুটি করে উইকেট নেন লাহিরু ও চামিকা।

এর আগে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার হয়ে কম-বেশি সবাই রান পেয়েছেন। সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলে রান আউট হন ওপেনার নুওয়ানিন্দু ফার্নান্দো। আরেক ওপেনার অভিশকা ফার্নান্দো করেন ২০ রান।
ওয়ান ডাউনে নামা কুশল মেন্ডিজ করেন দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ রান। মিডল অর্ডারে তেমন রান আসেনি। শেষের দিকে দুনিথ ওয়াল্লালাগে ৩২, হাসারাঙ্গা ২১, করুনারত্নে ও কাশুন রাজিথা করেন সমান ১৭ রান। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন মোহাম্মদ সিরিজ ও কুলদ্বীপ যাদব। উমরান মালিক ২টি ও অক্ষর প্যাটেল নেন এক উইকেট।