গাজীপুরের শ্রীপুরে সাটিয়াবাড়িতে পানিতে ডুবে মুস্তাকিম এবং রায়হান নামের নামের দুই শিশু মৃত্যু হয়েছে। শনিবার (৯ আগস্ট) দুপুর দুইটায় দিকে রাজাবাড়ী ইউনিয়ন সাটিয়াবাড়ীর এলকাতে এনকেএইচ নামের কারখানার বাউন্ডারি ভিতরে পুকুর ডুবে মারা যায়। নিহত মোস্তাকিম (৮) ওই ইউনিয়নের সাটিয়াবাড়ির গ্রামের মো. রজব ছেলে ও রায়হান (৭) একই গ্রামের শাহজান শিকদার ছেলে। এলাবাসী দেশ বর্তমানকে জানান, । শনিবারে এনকেএইচ কোম্পানির এরিয়ার ভিতরে পুকুরের পাড়ে বসে খেলছিল তারা। এ সময় পাড় ভেঙে দুজনই পানিতে পড়ে তলিয়ে যায়। দীর্ঘ সময় মোস্তাকিম কোনো খোঁজ না পেয়ে তাকে খোঁজাখুঁজি করে রায়হান পানিতে ঝাঁপ দেয় । তার পাশে আরেকটি শিশু ঘটনাটি বাড়িতে গিয়ে খবর দিলে পুকুর হতে উদ্ধার করে ততক্ষণে বাচ্চাটি মারা যায়। শ্রীপুর থানার ওসি আবদুল বারিক জানান স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন।