শ্রীপুরে টুসি’র পথসভা জনসভায় রুপান্তর

মো. মোজাহিদ, শ্রীপুর প্রতিনিধি:

গাজীপুরের শ্রীপুরে নৌকা মনোনীত প্রার্থী সারাদিনব্যাপী পথসভা করেছে। রোববার ‘২৪ ডিসেম্বর’ পটকা সরকারী প্রাথমিক বিদ্যালয়, বাউনী বাজার, বেরাবারী ভোটকেন্দ্র, নারায়নপুর মহাখালী বাজার, লতিফপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, সাভারচালা সরকারী প্রাথমিক বিদ্যালয়, খোজেখানী সরকারী প্রাথমিক বিদ্যালয়, দড়ি খোজেখানী সরকারী প্রাথমিক বিদ্যালয় ও কর্ণপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গাজীপুর ৩ আসেনর এমপি প্রার্থী অধ্যাপক রুমানা আলী টুসিকে জয়যুক্ত করতে নির্বাচনী পথসভায় কর্মী সমর্থক ও জনসাধারণের উপস্থিতি ছিল প্রাণবন্ত ও স্বস্তির ।

প্রতিটি পথসভা জনসভায় রুপান্তর হয়। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ও অ্যাডভোকেট রুমানা আলী টুসি বলেন, আপনারা আমার পিতাকে ভালোবেসেছেন সারাজীবন। আমার পিতাও আপনাদের সুখ দুঃখে সারাজীবন পাশে ছিল। পিতার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে নৌকা দিয়ে পাঠিয়েছে। আপনারা সারাজীবন নৌকায় ভোট দিয়েছেন, এবারও দিবেন। আমি যেন আমার পিতা সাবেক সফল মন্ত্রী ও এমপি’র স্বপ্ন পূরণ করতে পারি। সময় খুব বেশি নেই, আপনারা কি সকলেই আমার হয়ে বাড়িবাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইতে পারবেন ? এসময় সকলেই প্রার্থীকে আশ্বস্ত করে নৌকার পক্ষে ভোট চাওয়ার প্রতিশ্রুতি দেন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শামসুল আলম প্রধান ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ। এছাড়াও বিভিন্ন ইউনিটের আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নারায়নপুর মহাখালী বাজারের পথসভায় সভাপতিত্ব করেন নাজমুল আহসান বেলু বেপারী। এ সময় তিনি তার বক্তব্যে বলেন, নৌকা আমাদের জাতীয়তার প্রতীক, নৌকা স্বাধীনতার প্রতীক। সাবেক সফল মন্ত্রী ও এমপি, একটি বাড়ি একটি খামারের রুপকার, প্রয়াত অ্যাডভোকেট রহমত আলীর স্বপ্ন পূরণ করতে নৌকাকে বিজয়ী করা আমাদের সকলের দায়িত্ব।

প্রতিটি পথসভায় রুমানা আলী টুসি সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে প্রার্থী ও সভাপতির বক্তব্যের পর নৌকার শ্লোগানের মাধ্যমে দিনব্যাপী করা পথসভার সমাপ্তি ঘটে।