মো. মোজাহিদ, শ্রীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে সারাদিন ব্যাপী পথসভা করা হয়েছে। সোমবার ‘১১ ডিসেম্বর গোসিঙ্গা ইউনিয়নের হায়াৎখারচালা, নারায়ণপুর, লতিফপুর, পেলাইদ, গোসিঙ্গা বাজার ও কর্ণপুরে করা প্রতিটি পথসভা জনসভায় রুপান্তরিত হয়।
বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত গাজীপুর ৩ আসেনর এমপি প্রার্থী অধ্যাপক রোমানা আলী টুসীকে জয়যুক্ত করতে কর্মী সমর্থক ও জনসাধারণের উপস্থিতি ছিল প্রাণবন্ত ও স্বস্তির।
পিতার লালিত স্বপ্ন ও আদর্শের শ্রীপুর বাস্তবায়নের জন্য জনসাধারণের উদ্দেশ্যে ভোট প্রার্থনা করেন অধ্যাপক রোমানা আলী টুসী।
পথসভাগুলোতে নির্বাচনী দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, শ্রীপুর পৌরসভার মেয়র আনিছুর রহমান, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামসুল আলম প্রধান ও শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল বিএ।
নারায়ণপুরের পথসভায় নৌকার প্রার্থী জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে পথসভাটি বিশাল জনসভায় রুপান্তর হয়। এতে সভাপতিত্বত্ব করেন নাজমুল হাসান বেলু বেপারী।
এরপর জনগণের সঙ্গে কুশল বিনিময় করতে করতে প্রার্থীসহ নেতাকর্মীরা চলে যায় পেলাইদ গ্রামে। সেখানেও মুহুর্তেই পথসভা জনসমুদ্রে পরিণত হয়। ওই সভায় সভাপতিত্ব করেন, গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাজাহান সরকার। যুবলীগনেতা এসএম শরীফ খানের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে কর্মী সমর্থকদের জড়ো করতে দেখা যায়।
পেলাইদ থেকে ফিরে গোসিঙ্গা বাজারে ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করেন রোমানা আলী টুসি।
গোসিঙ্গা বাজারেও বিশাল মিছিল নিয়ে কর্মী সমর্থকদের জড়ো করেন গোসিঙ্গা ইউনিয়ন যুবলীগের সিনিয়র সহসভাপতি এসএম শরীফ খান।
এ সময় আরো যাদের নেতৃত্বে নৌকার শ্লোগানে মুখরিত করা হয় তারা হলেন, গোসিঙ্গা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি কেএন শাহরিয়ার শাকিল খান, কামাল খান, সাফায়াত মোড়ল। গোসিঙ্গা ইউনিয়ন আ.লীগের সাবেক প্রচার সম্পাদক দেলোয়ার ফকির। পরে প্রার্থী ও সভাপতির বক্তব্যের পর নৌকার শ্লোগানের মাধ্যমে গোসিঙ্গা বাজারের করা পথসভার সমাপ্তি ঘটে।
পরবর্তীতে সন্ধ্যায় কর্ণপুর চৌরাস্তায় ব্যবসায়ী ও জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগনেতা
আলহাজ্ব আব্দুল মান্নান মিলিটারি। প্রধান অতিথি ও সভাপতির বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী করা পথসভার সমাপ্তি ঘটে।