শেষ রক্ষা হলো না, কারাগারে গেল অভিযুক্ত আব্দুল মান্নান

চাঁদপুরে জাল দলিল করার অপরাধে আব্দুল মান্নান খান (৫৫) নামের এক ব্যক্তিকে কারাগারে প্রেরণ করেছে সদর আমলী আদালত। অভিযুক্ত আসামীর সিআর মামলা নং ৫৯৪/২২। অভিযুক্ত আব্দুল মান্নান চাঁদপুর সদরের হরিনা বাজার এলাকার বাসিন্দা মৃত আমির খানের ছেলে।

গত ৩০ অক্টোবর আদালতে জারিকৃত নোটিশের আলোকে জাল জালিয়াতি করে দলিল তৈরি করার অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেলে পেনাল কোডের ৮৬৭/৮৬/৪৯১/৪৭৪/১০৯ ধারায় অভিযুক্ত ১নং আসামী আব্দুল মান্নান খানকে চাঁদপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, আসামী আব্দুল মান্নান খান বিগত ১৯৬৩ সালের ২১ আগষ্টের ৪৯১৮ নং দলিল ও ১৯৬৯ সালের ২৭ নভেম্বর তারিখের ১৩১১৮ নং দলিল গোপনে জালিয়াতি করে তৈরি করেন। উক্ত জাল দলিল চ্যালেঞ্জ করে ২০২২ সালের ০৪ জুলাই আমলী আদালতে আব্দুর রাজ্জাক খানের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। যার মামলার নম্বর সিআর ৫৯৪/২০২২। আদালত চাঁদপুর সদর এসিল্যান্ডকে এ মামলার তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন।

পরবর্তীতে চাঁদপুর সহকারী কমিশনার (ভূমি) মো: হেদায়েত উল্যাহ আদালতে প্রতিবেদন জমা করেন। উক্ত প্রতিবেদনে বলা হয়েছে ১৯৬৩ সালের ২১ আগষ্টের ৪৯১৮ নং দলিল ও ২৭ নভেম্বর তারিখের ১৩১১৮ নং দলিলের তথ্য জেলা রেজিষ্টার কুমিল্লা কার্যালয়ে পাওয়া যায়নি । এ ছাড়াও কুমিল্লা সদর সাব-রেজিষ্টার মো: হানিফ তার প্রতিবেদনে এ ধরনের দলিলের রেকর্ড তল্লাশি করে পাওয়া যায়নি বলে মত প্রকাশ করেন।

এ ঘটনায় ভুক্তভোগী আব্দুর রাজ্জাক খান দৈনিক দেশ বর্তমানকে বলেন, অভিযুক্ত আব্দুল মান্নান খান আমার জেঠাতো ভাই। থাকার জায়গা না তাদেরকে আমাদের জায়গায় থাকার অনুমতি দেই। পরবর্তিতে আব্দুল মান্নান আমাদের জায়গার জাল দলিল বানিয়ে অমার নামেই বেশকিছু মিথ্যা মামলা করে।

তিনি আরো বলেন, বর্তমানে তার করা মামলাটি মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এবং আব্দুল মান্নানকে আদালত কারাগারে পাঠিয়েছে।