বিএনপি শেষপর্যন্ত নির্বাচনে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ফেনীতে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
বিএনপি সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘তারা (বিএনপি) আজ সরকার পরিবর্তনের দিবাস্বপ্ন দেখছে, কিন্তু সেটা সফল হবে না। তবে শেষপর্যন্ত নির্বাচনে তারা আসবে বলে আমার বিশ্বাস।’
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা নিয়ে বিএনপি নেতাদের বিভিন্ন সময় করা মন্তব্যের জবাবে কাদের বলেন, তাদের (বিএনপি) দলেই গণতন্ত্র নেই, তারা দেশে গণতন্ত্র কীভাবে প্রতিষ্ঠা করবে! আমি আশা করছি, এ কালো মেঘ কেটে যাবে। সময় হলে তাদের শুভবুদ্ধির উদয় হবে।
সেতুমন্ত্রী বলেন, আমাদের এখন প্রয়োজন দেশের মানুষকে বাঁচিয়ে রাখা। আমরা কাউকে আক্রমণ করব না, তবে আক্রান্ত হলে কোনো ছাড় দেবো না।
বিএনপির নেতৃত্বে যুগপৎ আন্দোলন কর্মসূচি বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘গতবারও ২৩ দল ছিল। এবার ৩৩ দল। অতি বাম, অতি ডানের মধ্যে প্রগতিশীল আর প্রতিক্রিয়াশীল একসঙ্গে হয়ে গেছে। সব এক কাতারে একাকার। লক্ষ্য কী! শেখ হাসিনাকে হটানো! বিএনপির এই ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপপ্রচারের বিরুদ্ধে দেশের বিভিন্ন পয়েন্টে আওয়ামী লীগ নেতাকর্মীরা সতর্ক অবস্থানে থাকবে। তারা বিভিন্ন দিক থেকে মিছিল নিয়ে এসে স্পটে শান্তি সমাবেশ করবে।’
এদিন সকালে নিজ নির্বাচনি এলাকায় একটি পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় পথে ফেনীতে যাত্রাবিরতি করেন ওবায়দুল কাদের। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন তিনি।