শেখ হাসিনার মর্জিমাফিক আর কিছুই হবে না: রিজভী

সোহরাওয়ার্দী উদ্যান চারদিক থেকে ঘেরা একটা খাঁচার মতো।  সেখানে নেতাকর্মীরা নিরাপদ মনে করছেন না জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ১০ ডিসেম্বরের মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে নয়, নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনেই হবে।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় সমাবেশ নিয়ে পুলিশের আইজিপির বক্তব্যের তীব্র সমালোচনা করেন রিজভী।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শেখ হাসিনার মর্জিমাফিক আর কিছুই হবে না।  বিরোধী আন্দোলনের ঝড়ো হাওয়ায় তিনি আর স্থির থাকতে পারবেন না।  নতুন নতুন প্রহসন ও নাটক করে শেষরক্ষা হবে না।

রিজভী বলেন, রাজশাহীর গণসমাবেশকে কেন্দ্র করে পুলিশ প্রচণ্ড রকম বাড়াবাড়ি করেছে।  তিনদিন আগে থেকেই জনগণ সমাবেশের মূল মাঠে আসার চেষ্টা করলেও পুলিশ তাদেরকে ঢুকতে দেয়নি এবং প্রচণ্ড রকমের হয়রানি করেছে।  প্রশাসন ও সরকারি দলের নির্দেশেই গণপরিবহন বন্ধ করে দেয়ার পর গতকাল (শুক্রবার) থেকে বন্ধ করা হয় তিন চাকার পরিবহনও।

তিনি বলেন, বিভিন্ন স্থানে কাঁটাতারের বেড়া দিয়ে পুলিশ সড়ক আটকিয়ে, মিছিলে বাধা দিয়ে, হামলা করেও জনতার স্রোত রোধ করতে পারেনি।  বিএনপির সমাবেশগুলোতে মানুষের উপচেপড়া ভিড় প্রমাণ করে, জনগণ এই সরকারকে আর এক মুহূর্তের জন্যও ক্ষমতায় দেখতে চায় না।

বিএনপির এই নেতা বলেন, এই ফ্যাসিস্ট সরকার ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে গেছে।  তাই ছলে-বলে-কৌশলে ক্ষমতা ধরে রাখতে দেশজুড়ে পুলিশ-র‌্যাবকে দিয়ে তাণ্ডবলীলা চালাচ্ছে।  বিএনপি নেতাকর্মীদের নামে গায়েবি মামলা ও গণগ্রেপ্তার চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে গত তিনদিনে ৭৭৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান রিজভী।