বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে জাতীয় সংসদে যেসব আসন শূন্য হয়েছে, সেই আসনগুলোতে উপ-নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি। পার্টির একটি সূত্র এ কথা জানিয়েছে। তবে উপ-নির্বাচনে আওয়ামী লীগের সঙ্গে জোটে নয়, এককভাবে অংশ নেবে বলেও জানিয়েছে সূত্রটি।
এ বিষয়ে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু জানান, দলীয় ফোরামে আলোচনা করে উপ-নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত হবে।
চুন্নু বলেন, জাতীয় পার্টি সব নির্বাচনেই অংশ নিচ্ছে। রংপুর সিটি করপোরেশন নির্বাচন ও গাইবান্ধা-৫ আসনের উপ-নির্বাচনে লড়ছে।
উল্লেখ্য, বিএনপির সংসদ সদস্যরা রোববার (১১ ডিসেম্বর) সকালে স্পিকারের দপ্তরে পদত্যাগপত্র জমা দেয়ার পর ওইদিনই তাদের আসনগুলো শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন।
২২ আসন নিয়ে একাদশ জাতীয় সংসদে বিরোধীদলের ভূমিকা পালন করছে জাতীয় পার্টি।