শূন্যপদের বিপরীতে নিবন্ধন সনদ!

বেসরকারি শিক্ষক নিবন্ধনে বড় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে এনটিআরসিএ। এখন থেকে বিষয়ভিত্তিক নিবন্ধন দেয়া থেকে সরে এসে শূন্যপদের বিপরীতে নিবন্ধন সনদ দেবে সংস্থাটি। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে গতকাল বুধবার এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

এনটিআরসিএর সচিব জানান, সামনে যেসব বিজ্ঞপ্তি হবে, সবগুলোতে পদভিত্তিক সনদ দেয়া হবে। অল্প সময়ের মধ্যে আমরা ১৮তম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করবো। এ বিজ্ঞপ্তি থেকেই নতুন সিদ্ধান্ত কার্যকর করা হবে। তিনি আরও বলেন, পদভিত্তিক নিবন্ধন দেয়ার জন্য আমরা সিলেবাস প্রস্তুত করেছি। সেগুলো অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি কার্যকর করা হবে। ২০০৫ সালে যাত্রা শুরু করে এনটিআরসিএ। এরপর বিষয়ের বিপরীতে শিক্ষক নিবন্ধনের সনদ দিয়ে আসছিল সংস্থাটি। এ রীতি এবার ভাঙতে যাচ্ছে এনটিআরসিএ।

এনটিআরসিএর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, ১৮তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তির খসড়া পদের বিপরীতে নিবন্ধন সনদের বিষয়টি উল্লেখ করা হয়েছে। নতুন পদ্ধতির পরীক্ষা নিতে পদের ভিত্তিতে নিবন্ধন পরীক্ষার সিলেবাস তৈরি করা হচ্ছে। এছাড়া এমপিও নীতিমালা সংশোধনে সমপর্যায়ের শিক্ষক-প্রভাষক পদের যোগ্যতায় সামঞ্জস্যতা আনা হচ্ছে। এ বিষয়টিও ১৮তম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তিতে উল্লেখ থাকবে।