শনিবার সিজেকেএস-জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতা

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং জিপিএইচ ইস্পাত লি. এর আর্থিক পৃষ্ঠপোষকতায় শুক্রবার (২৭ মে) দিনব্যাপী আনুষ্ঠানিকতায় সিজেকেএস সুইমিংপুলে ‘সিজেকেএস-জিপিএইচ ইস্পাত সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।  সকাল ১০টায় উদ্বোধনী এবং বিকেল ৫টা ৩০ মিনিটে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিজেকেএস এর সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র  আ.জ.নাছির উদ্দীন।

উপলক্ষে এক সংবাদ সম্মেলন বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে সিজেকেএস সুইমিংপুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।  সিজেকেএস সহ-সভাপতি সুইমিং কমিটির চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুলের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস কাউন্সিলর সাঁতার কমিটির সম্পাদক মাহামুদুর রহমান মাহাবুব।  সময় আরো উপস্থিত ছিলেন স্পন্সর প্রতিষ্ঠান জিপিএইচ ইস্পাত লি. এর মিডিয়া এডভাইজার অভীক ওসমান, সিজেকেএস সহ সভাপতি এড. শাহীন আফতাবুর রেজা চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মো. মশিউর রহমান চৌধুরী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর, নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লব, মো. দিদারুল আলম, সিজেকেএস সাতাঁর কমিটির ভাইস চেয়ারম্যান আছলাম মোরশেদ ও  মাহবুবুর রহমান সাগর, যুগ্ম সম্পাদক মো.আকতারুজ্জামান, সদস্য মুজিবুর রহমান, রায়হান উদ্দিন রুবেল, আসাদুজ্জামান খান, সিজেকেএস কাউন্সিলর এনামুল হক, লুৎফুল করিম সোহেল, মো. সরওয়ার আলম চৌধুরী মনি, সাইফুল আলম খাঁন প্রমুখ।

সংবাদ সম্মেলনে জানা যায়, সিজেকেএস অনুমোদিত ২৭টি দলের (এক দলে কমপক্ষে ২,ঊর্ধ্বে জন করে) ১২০ জন সাঁতারু ১৫টি ইভেন্টের ১৫টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ১৫টি তাম্র পদকের জন্য লড়াই করবে।  চট্টগ্রামের বাইরের কোন সাঁতারু এতে অংশ নিতে পারবে না।  জন সাঁতারু সর্বোচ্চ ৫টি ইভেন্টে অংশ নিতে পারবেন।  একটি ইভেন্টে একটি দলের সর্বোচ্চ জন সাঁতারু অংশ নিতে পারবে।

প্রতিযোগিতার ইভেন্ট গুলো হচ্ছে, ক: ফ্রি স্টাইল: ৫০ মিটার, ১০০ মি., ২০০ মি. উন্মুক্ত। খ: বাটারফ্লাই: ৫০ মি., ১০০ মি. উন্মুক্ত।  গ: ব্যাক স্ট্রোক ৫০ মি., ১০০ মি., ২০০ মি. উন্মুক্ত। ঘ: ব্রেস্ট স্ট্রোক: ৫০ মি., ১০০ মি., ২০০ মিটার উম্মুক্ত।  এতে সাঁতারু তৈরি করার মানসে ১৫টি ইভেন্টে-অনূর্ধ্ব-১৬ বছরের বালকদের জন্য ১টি করে প্রতিযোগিতা রাখা হয়েছে।