রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া (সানু) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার (২৩ জুন) বিকেল ৩ টায় স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে উত্তর ঢাকাখালী যুবগোষ্ঠী ও তথাগত সংসদ এবং নন্দনকানন মৈত্রী সংঘ মুখোমুখি হবে।
খেলা শেষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি ডা.উত্তম কুমার বড়ুয়া প্রধান অতিথি হিসেবে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করবেন। এক যুক্ত বিবৃতিতে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান অসীম বড়ুয়া অপু ও সম্পাদক সত্যজিত বড়ুয়া শুক্রবারের ফাইনাল খেলার সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।