চট্টগ্রামের রাউজান উপজেলাস্থ আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট শুক্রবার (১৯ মে) বিকেল ৩ টায় স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হবে।
এতে ১২ নম্বর উরকিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার সোহেল প্রধান অতিথি এবং বিশিষ্ট দানবীর ও সমাজসেবক অভয় কুমার বড়ুয়া রানা উদ্বোধক থাকবেন। উদ্বোধনী খেলায় বড়িয়াখালী তরুণ সংঘ ও পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদ মুখোমুখি হবে।
এক বিবৃতিতে টুর্নামেন্টের কমিটির চেয়ারম্যান অসীম বড়ুয়া অপু, সম্পাদক সত্যজিত বড়ুয়া ও সমিতির ক্রীড়া সম্পাদক উদ্বোধনী অনুষ্ঠান ও খেলার সফল সমাপ্তিতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।