শুক্রবার আবুরখীলে সানু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গুরুত্বপূর্ণ ম্যাচ
রাউজান উপজেলাধীন আবুরখীল খেলোয়াড় সমিতি আয়োজিত সুহৃদ বিকাশ বড়ুয়া (সানু) স্মৃতি ফুটবল টুর্নামেন্টের এক গুরুত্বপূর্ণ ম্যাচ শুক্রবার (৯ জুন) স্থানীয় অমিতাভ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। এতে বিকেল ৩টা ৩০ মিনিটে নন্দনকানন মৈত্রী সংঘ ও পূর্ব আবুরখীল প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদ মুখোমুখি হবে।
সেমিফাইনালে খেলতে হলে এ ম্যাচে প্রজ্ঞানন্দ স্মৃতি সংসদের জয়ের কোন বিকল্প নাই। অন্য যে কোন ফলাফলে দক্ষিণ ঢাকাখালী পল্লী মঙ্গল সমিতি সেমিফাইনালে চলে যাবে।
উল্লেখ্য আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে নন্দনকানন মৈত্রী সংঘ। এক বিবৃতিতে টুর্র্নামেন্ট কমিটির চেয়ারম্যান অসীম বড়ুয়া অপু খেলাটির সফল সমাপ্তিতে অংশ গ্রহণকারী ২টি দলসহ সংশ্লিস্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।