শীত এলে ত্বকের নানা সমস্যা দেখা দেয়। এ সময় ত্বক হয়ে পড়ে প্রাণহীন-শুষ্ক। তাই ত্বকের যত্নে শীতে হতে পারেন তুলসির শরণাপন্ন। কারণ, ত্বকের যত্নে তুলসি বেশ উপকারী। তুলসি দিয়ে তৈরি করা ফেসপ্যাক ব্যবহারে মিলবে নানা উপকার। আসুন জেনে নিই, শীতে ত্বকের যত্নে তুলসির কারিশমা।
তৈলাক্ত ত্বকের জন্য:
তৈলাক্ত ত্বকের যত্নে তুলসি, লবঙ্গ এবং নিমপাতা একসঙ্গে বেটে একটি ফেসপ্যাক বানিয়ে নিতে পারেন। মিশ্রণটি ত্বকে ভালোমতো লাগিয়ে নিন। শুকোবার পর ধুয়ে ফেলুন। এতে ত্বক থাকবে প্রাণবন্ত।
ত্বকের লাবণ্য ধরে রাখতে:
তুলসী পাতার গুঁড়োর সঙ্গে ওটস গুঁড়ো ও এক চামচ কাঁচা দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি মুখে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকোবার পর ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্ততঃ দুদিন এই ফেসপ্যাক ব্যবহার করুন।
ব্রণের সমস্যা সামলাতে:
সারা বছরই ব্রণের সমস্যা থাকে। তবে শীত এলে তা যেন আরও ভয়াবহ রূপ নেয়। শুষ্ক ত্বকের ক্ষেত্রে এই সমস্যা মারাত্মক। সেজন্য নিমপাতা ও এক চামচ লেবুর রসের সঙ্গে তুলসীপাতা বেটে নিন। লাগানোর কয়েক মিনিট পর ধুয়ে ফেলুন। ব্রণ সামাল দেওয়ার কাজ সহজ হবে।