শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। প্রতি সোমবার ও মঙ্গলবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত নগরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে ছিন্নমূল শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছেন সিএমপির ‘নাইট পেট্রোল টিম’ এর সদস্যরা।
এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৭ জানুয়ারি) নগরের জিইসি মোড়, লালখান বাজার, নিউমার্কেট, দুই নম্বর গেট, মুরাদপুর, কাজীর দেউড়িসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।
গত কয়েকদিন ধরে শীতের প্রকোপ বাড়ায় সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়ের নির্দেশে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এটি চলমান থাকবে বলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিএমপি।