শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই পাবে বই

সারা দেশের ন্যায় চট্টগ্রামের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য আসতে শুরু করেছে নতুন বই।  নতুন বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদুল আলম হোসাইনি জানান, এক মাস আগেই জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে বই পৌঁছানো শুরু হয়েছে।  ২০২৩ সালের ১ জানুয়ারি সব প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ করা হবে।

তিনি আরও বলেন, আমাদের ২১টি গোডাউন রয়েছে।  সেখানে ইতোমধ্যে বই আসতে শুরু করেছে।  জেলা শিক্ষা অফিস থেকে বইগুলো শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের বুঝিয়ে দেয়া হবে।  সরকারি-বেসরকারি, প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রাসার শিক্ষার্থীরা বছরের প্রথম দিনই বই পাবে।

জেলা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে আসা কিছু বই স্কুলের একটি কক্ষে রাখার কথা জানালেন ডা. খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ শাহেদা আখতার।  তিনি জানান, তৃতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত সব শিক্ষার্থীকে নতুন বই দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, ইবতেদায়ী ও উচ্চ বিদ্যালয়সহ অন্যান্য প্রতিষ্ঠান মিলিয়ে চট্টগ্রাম জেলায় দুই হাজার ২৮৭টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।  এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১২ লাখ ১০ হাজার।  মাধ্যমিক বিদ্যালয়, স্কুল অ্যান্ড কলেজ, ইবতেদায়ী ও দাখিল মিলিয়ে এ বছর মোট বইয়ের চাহিদা রয়েছে প্রায় এক কোটি ৫১ লাখ ৯৭ হাজার ৭০৫ কপি।