চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা ফ্লাইটের সিটের নিচে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দারা।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, চট্টগ্রাম বিমানবন্দরে শুল্ক গোয়েন্দার একটি দল শনিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় এসব স্বর্ণ উদ্ধার করে।
সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG-148 ফ্লাইটের বিজনেস ক্লাস 4J সিটের নিচে কালো টেপ মোড়ানো অবস্থায় চব্বিশ ক্যারেটের স্বর্ণের বারগুলো পাওয়া যায়। বারগুলোর ওজন ছয় কেজি ৫২৪ গ্রাম, যার বাজার মূল্য ৪ কোটি ৪৮ লাখ টাকা। তবে এসব স্বর্ণের মালিককে পাওয়া যায়নি।
এ ব্যাপারে পতেঙ্গা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।