শাহবাগে আউটসোর্সিং কর্মীদের অবরোধ, যান চলাচল বন্ধ

চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মীরা। আজ শনিবার সকাল ৯টা থেকে শাহবাগে অবস্থান নেন তারা। ফলে সকাল থেকেই ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোগান্তিতে পড়েন বিএসএমএমইউ, বারডেম হাসপাতালে আসা রোগীরা।

সকালের দিকে হাজার খানেক কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রী বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে চলে যান। কর্মস্থলগামী লোকজন চরম ভোগান্তিতে পড়েন।

অবরোধে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পল্টন প্রেসক্লাবগামী সব সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়।