আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দিলেন শান্ত
একেই বলে ছক্কা মারতে গিয়ে অক্কা পাওয়া।এজাজ প্যাটেলের বলে ছক্কা মেরে রানের খাতা খোলা নাজমুল হোসেন শান্ত বিদায়ও নিলেন ছক্কা মারতে গিয়ে।গ্লেন ফিলিপসের ফুল টস ক্রিজ উড়িয়ে মারতে গিয়ে মিড-অনে কেন উইলিয়ামসনের তালুবন্দী হয়ে বিদায় নেন বাংলাদেশ অধিনায়ক।
আউট হওয়ার আগে ২ চার ও ৩ ছক্কায় ওয়ানডে স্টাইলে ৩৫ বলে ৩৭ রান করেন শান্ত। তার বিদায়ে ভাঙল ৫৩ রানের দ্বিতীয় উইকেট জুটি। মাহমুদুল হাসান জয়ের সঙ্গে জুটি বেঁধেছেন চার নম্বর ব্যাটার মুমিনুল হক।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২৭ ওভারে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১০৪ রান। মাহমুদুল হাসান জয় ৪২ ও মুমিনুল ৩ রানে ব্যাট করছেন।
সাবধানী শুরুর পর বাংলাদেশের ফিফটি
জাকির হাসানের আউটের পর উইকেটে আসেন নাজমুল হোসেন শান্ত। এসেই আক্রমণাত্মক মনোভাবে খেলতে থাকেন বাংলাদেশ অধিনায়ক।প্রথমেই ক্রিজ ছেড়ে বেরিয়ে লং অন দিয়ে উড়িয়ে মারলেন এজাজ প্যাটেলকে। এক বল পর আবার এগিয়ে মারলেন শান্ত। এবার বলে গন্তব্য বাউন্ডারি।আর তাতেই দলীয় পঞ্চাশের ঘর পার হলো বাংলাদেশ।
শেষ খবর পাওয়া পর্যন্ত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৭০ রান। মাহমুদুল হাসান জয় ২৫ ও শান্ত ২৪ রানে ব্যাট করছেন।
জাকিরের বিদায়ে ভাঙল জুটি
ইনিংসের শুরুতেই নিউ জিল্যান্ড বোলারদের বিপক্ষে বেশ অস্বস্তিতে ভুগতে দেখা যায় জাকিরকে।তাও টিকে ছিলেন। এদিকে পেসারদের সঙ্গে স্পিনারদের এনেও একটা জুয়া খেললেন টিম সাউদি। তাতে দেরিতে হলেও বাজিটা জিতে গেলেন কিউই অধিনায়ক।
ম্যাচের ১৩তম ওভারে ওভারে এজাজ প্যাটেলের অস স্টাম্পের বল, ব্যাকফুটে গিয়ে কাট করতে চেয়েছিলেন জাকির। কিন্তু বল ঘুরে ছত্রখান করে দেয় তার অফ স্টাম্প।এর আগে ১ চারে ৪১ বলে ১২ রান করেছেন বাঁহাতি ওপেনার। তার বিদায়ে ভাঙল ৩৯ রানের উদ্বোধনী জুটি। জাকিরের বিদায়ে জয়ের সঙ্গে জুটি বেধেছেন অধিনায়ক শান্ত।
শেষ খবর পাওয়া পর্যন্ত ১৫ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৫০ রান। মাহমুদুল হাসান জয় ১৯ ও শান্ত ১০ রানে ব্যাট করছেন।