ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও ঢালিউড কুইন অপু বিশ্বাসের আবার মিলে যাওয়ার গুঞ্জনের ডালপালা মেলেছে। অনেকেই মনে করছেন, তারা হয়তো আবারো একসঙ্গে থাকা শুরু করবেন। সম্প্রতি আসন্ন ঈদে মুক্তি পেতে চলা শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার ফার্স্ট লুক দেখেও অপু উচ্ছ্বাস প্রকাশ দেখে এ সন্দেহ আরও ঘনীভূত হয়। প্রিয়তমা’র প্রথম ঝলক নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করেছেন তিনি। সেই সঙ্গে শাকিবকে শুভকামনাও জানিয়েছেন।
এদিকে শাকিব-অপু যদি ফের একসঙ্গে মিলে যান তাহলে তাদেরকে ‘মোস্ট ওয়েলকাম’ জানিয়েছেন শবনম বুবলী। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাকিব-অপুর এক হওয়া প্রসঙ্গে এই কথা জানান তিনি।
তবে বুবলী বলেন, যদি তারা আবারো একসঙ্গে হন, সেটা নিয়ে কেনো কোনো গোপনীয়তা? তারা সম্মানের সঙ্গেই বলতে পারেন, যে তারা একটি সিদ্ধান্তে যাচ্ছেন। তার মানে এই না, আমাকে অপদস্থ করে তারপর কোনো সিদ্ধান্তে যেতে হবে।
এর আগে সম্প্রতি শাকিব খান জানিয়েছেন, বাস্তব জীবনে বুবলীর সঙ্গে তার সব সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে সন্তানের কারণে যা করণীয়, শুধুমাত্র ততটুকুই হবে। এর বাইরে আর কিছু নয়। সেই সঙ্গে বুবলীর সঙ্গে আর কোনো সিনেমায় কাজ করবেন না বলে চূড়ান্ত সিদ্ধান্ত জানান শাকিব।
শাকিবের এসব মন্তব্যের পরে বুবলী জানান, শাকিব যেই মন্তব্যই করুক না কেন, তার প্রতি সম্মানের জায়গাটা টিকিয়ে রাখতে চান তিনি। প্রসঙ্গত, ব্যক্তিজীবনে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে বিয়ে করেছিলেন শাকিব। তাদের সেই সংসারে জন্ম নিয়েছিল পুত্র আব্রাম খান জয়। তবে ২০১৮ সালে বিবাহ বিচ্ছেদের মধ্যে দিয়ে থেমে যায় শাকিব-অপুর একসঙ্গে পথচলা।
এরপর চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে সম্পর্কে জড়িয়ে ওই বছরেই তাকে বিয়ে করেন শাকিব। ২০২০ সালে বুবলী-শাকিবের সংসারজুড়েও আসে পুত্র সন্তান সেহজাদ খান বীর। তবে অপুর পর বুবলীর সঙ্গেও সংসার টিকেনি শাকিবের। গোপন বিয়ে ও সন্তানের খবর প্রকাশ্যে আনার পরেই ফাটল ধরে সেই সংসারেও।
এসবের মাঝেই সম্প্রতি শাকিবের সঙ্গে অপু বিশ্বাসের বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে আবার। নিজের প্রাক্তন স্বামীকে নিয়ে বিভিন্ন সময় ইতিবাচক মন্তব্য করতে দেখা যাচ্ছে এই ঢালিউড কুইনকে।