মাসখানেক ধরেই কোমরের চোটে ভুগছিলেন তামিম ইকবাল। যে কারণে আফগানিস্তানের বিপক্ষে টেস্টে খেলতে পারেননি এই ওপেনার। তবে সেই চোট কাটিয়ে ওয়ানডে সিরিজের আগেই অনুশীলনে ফেরেন তিনি। দলের সঙ্গে নিয়মিত অনুশীলনও করেছেন।
কিন্তু সিরিজ শুরুর একদিন আগে জানালেন পুরো ফিট নন তিনি। ফিটনেসে কিছুটা ঘাটতি থাকলেও প্রথম ওয়ানডেতে খেলবেন, এমনটা নিজেই নিশ্চিত করেছেন বাংলাদেশ অধিনায়ক।
মঙ্গলবার (৪ জুলাই) চট্টগ্রামে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নিজের চোট নিয়ে তামিম বলেন, ‘আমি অবশ্য প্রথম ওয়ানডেতে অ্যাভেইলেবল। শরীরটা আগের চেয়ে ভালো। তবে এটা বলবো না পুরোপুরি শতভাগ (ফিট আছি)। প্রথম ওয়ানডে খেলার পর বুঝতে পারবো কি অবস্থা। এখন পর্যন্ত আমি খেলবো। ’
তবে তামিম অবশ্য এমন কিছু করতে চান না যাতে দল ভোগে। খেলার সময় যদি নিজেকে ফিট মনে না করেন তাহলে মেডিকেল বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেবেন বলেও জানিয়েছেন অধিনায়ক।