শচীন-ব্রাডম্যানের পাশে ঠাই পেলেন কোহলি

বিশ্ব ক্রিকেটের দুই কিংবদন্তি অস্ট্রেলিয়ার স্যার ডন ব্রাডম্যান ও ভারতের ব্যাটার শচীন টেন্ডুলকার।  ক্রিকেট ক্যারিয়ারে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য অমর হয়ে থাকবেন তারা।  এবার তাদের পাশে বসলেন ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে নির্দিষ্ট কোন একটি দলের বিপক্ষে ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন কোহলি।  তার আগে এই কৃতিত্ব ছিল কেবল স্যার ডন ব্রাডম্যান ও শচীন টেন্ডুলকারের।

রবিবার (১১ জুন) টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দ্বিতীয় ইনিংস ৪৯ রান করে দিন শেষ করেছেন কোহলি।  অর্ধ শতক পূরণের আগেই নতুন এই কৃতিত্বের অংশীদার হয়েছেন তিনি।

অবশ্য শচীন ও ব্রাডম্যান এই কৃতিত্ব দেখিয়েছেন দুটি দেশের বিপক্ষে।  শচীন অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ হাজার ৭০৭ ও শ্রীলংকার বিপক্ষে ৫ হাজার ১০৮ রান করেছেন।  ব্রাডম্যান ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৫ হাজার ২৮ রান।  অস্ট্রেলিয়ার বিপক্ষে কোহলির রান হলো ৫ হাজার ৩।