শঙ্কা কাটিয়ে সুপার টুয়েলভে শ্রীলঙ্কা

বড় বিপর্যয়ের শঙ্কা কাটিয়ে অবশেষে সুপার টুয়েলভ নিশ্চিত করেছে এশিয়ান জায়ান্ট শ্রীলঙ্কা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার জিলংয়ের কার্দিনিয়া ওভালে ‘এ’ গ্রুপের ম্যাচে নেদারল্যান্ডকে ১৬ রানে হারিয়েছে দাসুন শানাকারার দল।

এই হারের ফলে এখন সুপার টুয়েলভে খেলা অনিশ্চিত হয়ে গেলো নেদারল্যান্ডের। দিনের অপর ম্যাচ আরব আমিরাত-নামিবিয়া ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে তাদের। সে ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জয় পেলেই ডাচদের টপকে সুপার টুয়েলভে উঠে যাবে নামিবিয়া।

শ্রীলঙ্কার দেওয়া ১৬৩ রানের লক্ষ্যে খেলতে নেমে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তুলতে সক্ষম হয়েছে নেদারল্যান্ডস। ডাচদের হয়ে একাই লড়াই করেছেন ওপেনার ম্যাক্স ও’দউদ।

৫৩ বলে ৭১ রানে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসে ছিল ৩টি ছক্কা ও ৬টি চার। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করেন ২১ রান।

শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৮ রানে তিন উইকেট নেন। মহেশ থিকসানার শিকার দুই উইকেট। এর আগে কুশল মেন্ডিসের ৪৪ বলে ৭৯ রানে ভর করে ১৬২ রানের স্কোর পায় লঙ্কানরা। ম্যাচসেরা হয়েছেন কুশল মেন্ডিস।