ভয়াবহ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে ইন্দোনেশিয়া। স্থানীয় সময় মঙ্গলবার (২৯ আগস্ট) ভোরে ইন্দোনেশিয়ার বালি সাগরসহ উপকূলীয় বালি ও লম্বক অঞ্চলে এই ভূমিকম্প আঘাত হানে।
ইএমএসসি ভূমিকম্পটির মাত্রা ৭ বলে উল্লেখ করলেও ইন্দোনেশিয়া ও যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ১। দুটি সংস্থাই জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।
শক্তিশালী এই ভূমিকম্পের পর সেখানকার বাসিন্দারা আতঙ্কে বাড়িঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইন্দোনেশিয়ার মাতারাম থেকে ২০৩ কিলোমিটার উত্তরে এবং ভূপৃষ্ঠের ৫১৬ কিলোমিটার নিচে খুব গভীরে।
ইন্দোনেশিয়ার ভূতাত্ত্বিক সংস্থা অনুসারে, বালি এবং লম্বকের উপকূলীয় অঞ্চলজুড়ে আঘাত হানা ভূমিকম্পটি মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টার আগে অনুভূত হয়। এরপর ৬.১ এবং ৬.৫ মাত্রার আরো দুটি ভূমিকম্প অনুভূত হয় ওই অঞ্চলে।
ভূমিকম্পের মাত্রা বেশি হলেও এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার এজেন্সি ফর ডিজাস্টার কাউন্টারমেজার। সংস্থাটির মুখপাত্র বলেন, ‘ভূমিকম্পটির উৎপত্তিস্থল অনেক গভীরে হওয়ায় খুব বেশি ক্ষতি হয়নি। ’