লোহাগাড়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা
চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ ইউনিয়নের সুখছড়ি নয়া পাড়ায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।
আনিকা আকতার (১৭) নামের ওই শিক্ষার্থী আধুনগর ইসলামিয়া কামিল মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্রী।
শুক্রবার (৩ নভেম্বর) রাত দশটার দিকে ফ্যানের সাথে গলায় ওড়না প্যাঁচিয়ে সে আত্মহত্যা করে বলে জানান আমিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম ইউনুস।
তিনি বলেন, স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম জানান, মরদেহ থানায় নিয়ে আসা হয়েছে।
দাদির বকুনি খেয়ে অভিমান করে সে আত্মহত্যা করেছে।