লোহাগাড়ায় ফের বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সদর ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে মাহামুুদুল করিম (৪২) নামে এক মাটি খনন শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (১৯ জুন) সকাল সাড়ে ১১ টার দিকে দরবেশহাট রোডের নাজিম উদ্দিন মৌলভীর কোলনীর পিছনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহামুুদুল করিম কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের নতুন ঘোনা এলাকার শফি আহমদের পুত্র।

নিহতের সহকর্মী মো. মানিক জানান, রায়হানের মালিকানাধীন জায়গায় বিল্ডিং নির্মাণের জন্য গর্ত খনন করছিল মাহামুুদুল। দিনভর ভারি বৃষ্টিপাত হওয়ায় সেখানে বৃষ্টির পানি জমে। সেগুলো বৈদ্যুতিক মোটর দিয়ে পানির সেচ দিতে গিয়ে অসবধান বসত তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন মাহামুুদুল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লোহাগাড়া থানার এসআই সত্যজিত ভৌমিক জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তারের মধ্যামে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করি। হাসপাতাল থেকে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

উল্লেখ্য, গতকাল বিকাল সাড়ে ৫ টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের গোলাম নবী হাজী পাড়ার আবু দাউদ জনু কোম্পানির বিল্ডিং এ বিদ্যুৎস্পৃষ্টে রাসেল ( ২০) নামে এক এসি মিস্ত্রির মৃত্যু হয়।