লোহাগাড়ায় জীবনের নিরাপত্তা চেয়ে ছেলের বিরুদ্ধে জিডি করেছেন মা

লোহাগাড়ার কলাউজানে জীবনের নিরাপত্তা চেয়ে ছেলে মো. সাইফুল ইসলামের (৩২) বিরুদ্ধে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বৃদ্ধা মা।

বৃহস্পতিবার (১৩ জুলাই) থানায় এই জিডি দায়ের করেন। এতে পুত্রবধূ জেরিন আক্তারকেও অভিযুক্ত করা হয়েছে।

ভুক্তভোগী চেমন নাহার (৭০) ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম কলাউজান মাইত্তার পাড়ার মৃত মোস্তাফিজুর রহমানের স্ত্রী।

জানা যায়, গত ২১ জুন মায়ের কাছ থেকে টাকা দাবী করে ছেলে সাইফুল ইসলাম। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে মাকে অকথ্য ভাষায় গালমন্দ ও শারীরিক নির্যাতন করে। এই ঘটনায় গত ২২ জুন মা বাদী হয়ে চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ওই মামলায় ছেলে গ্রেপ্তার হন। গত ৬ জুলাই আদালত তাকে শর্তসাপেক্ষ জামিন দেন। জামিনে বের হয়ে মা, তার মেয়ে ও মেয়ে জামাইকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণে মেরে ফেলাসহ নানা ধরণের হুমকি-ধমকি দিয়ে আসছেন।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই বিল্লাল জানান, জীবনের নিরাপত্তা চেয়ে ছেলের বিরুদ্ধে একটি সাধারণ ডায়েরী করেছেন এক বৃদ্ধা মা। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।