লেবাননের প্রেসিডেন্টের পদত্যাগ

পদত্যাগ করেছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন।  রোববার (৩০ অক্টোবর) পদত্যাগ করেন ৮৯ বছর বয়সী প্রেসিডেন্ট আউন।  পদত্যাগের পরপরই প্রেসিডেন্ট প্যালেস ছেড়ে দিয়েছেন তিনি।  বার্তা সংস্থা রয়টার্স সোমবার (৩১ অক্টোবর) এ তথ্য দিয়েছে।

খবরে বলা হয়, লেবাননের চলমান বিপর্যয়মূলক আর্থিক মন্দা ও বৈরুত বন্দরে মারাত্মক বিস্ফোরণের পর দেশকে নেতৃত্ব দিয়ে আসছিলেন মিশেল আউন।  তবে চলমান এই সংকটের মধ্যেই পদ ছেড়ে দিলেন তিনি।

মিশেল আউনের পদত্যাগের পর কে দায়িত্ব নেবেন সে বিষয়ে এখনও একমত হতে পারেনি লেবাননের পার্লামেন্ট। সাংবিধানিকভাবে লেবাননের প্রেসিডেন্টের কোনো বিলে স্বাক্ষর করে আইনে পরিণত করার, নতুন প্রধানমন্ত্রী নিয়োগ করার এবং কোনো দলকে সরকার গঠন বিষয়ে সবুজ সংকেত দেওয়ার ক্ষমতা রয়েছে।

মিশেল আউন সমালোচকদের কাছে দুর্নীতিকে আরও বাড়িয়ে তোলা এবং সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে প্রভাব অর্জনে সহায়তা করার অভিযোগে অভিযুক্ত।  ২০১৬ সালে লেবাননের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন মিশেল আউন।

লেবাননে মিশেল আউন একজন গভীরভাবে বিভাজনকারী ব্যক্তিত্ব। অনেক খ্রিস্টান তাকে পছন্দ করতেন।  খ্রিস্টানরা আউনকে লেবাননের সাম্প্রদায়িক ব্যবস্থায় তাদের রক্ষক হিসাবে দেখতেন।

লেবাননে প্রেসিডেন্ট পদটি খ্রিস্টানদের জন্য সংরক্ষিত।