লেবাননকে নিয়েই ভাবছে বাংলাদেশ

দুই গ্রুপে ৮ দল।  তাই সবগুলো দল গ্রুপভিত্তিক সংবাদ সম্মেলনে।  যে কারণে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার সঙ্গে একই মঞ্চে মালদ্বীপ, লেবানন ও ভূটানের কোচ উপস্থিত ছিলেন।  একে অন্যকে সমীহ করে সংবাদ সম্মেলন শেষ করেছেন চার কোচই।

বাংলাদেশের কোচ ঢাকায় যা বলেছিলেন মঙ্গলবার (২০ জুন)বেঙ্গালুরুতে টুর্নামেন্ট শুরুর আগেরদিনও একই কথারই পুনরাবৃত্তি করেছেন।  বাংলাদেশের প্রথম ম্যাচ বৃহস্পতিবার (২২ জুন) লেবাননের বিপক্ষে।  ধারে-ভারে সব কিছুতেই লেবানন এগিয়ে, তাই তাদের এগিয়ে রেখেই হ্যাভিয়ের বলেন, ‘তারা আমাদের চেয়ে সাম্প্রতিক সময়ে বেশি ম্যাচ খেলেছে।  দল হিসেবেও অনেক শক্তিশালী। ’

লেবানন ভারতে ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে রানার্স-আপ হয়েছে।  দলটির কোচ আলেকজান্ডার সাফ টুর্নামেন্টকে একটু ভিন্নভাবেই আখ্যায়িত করলেন, ‘এই টুর্নামেন্টটি আমাদের জন্য অন্যরকম।  এই প্রথম এখানে খেলার সুযোগ হচ্ছে।  অনেক নতুন দলের মুখোমুখি হবো।  আমরা অনেকদিন থেকেই খেলছি ভারতে।  সাম্প্রতিক সময়ে আমরা খুব অল্প সময়ে অনেক ম্যাচ খেলেছি। ’

লেবাননকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে ঘোষণা দিলেও নিজেদের লক্ষ্যের কথা মৃদু স্বরে ঠিকই বলেছেন হ্যাভিয়ের, ‘আমরা এখানে একটি ইতিবাচক ফলাফলের আশায় এসেছি।  ঢাকায় কিছুদিন ক্যাম্প করে কম্বোডিয়ায় একটি ম্যাচ খেলে এসেছি বেঙ্গালুরুতে।  সেই ধারাবাহিকতায় আমরা এই টুর্নামেন্টে ইতিবাচক ফলাফলই আশা করি। ’

লেবাননের পর বি গ্রুপের অন্যতম ফেভারিট দল মালদ্বীপ।  মালদ্বীপের কোচ ফ্রান্সিসকো মরেনো ভাঙা ভাঙা ইংরেজীতে বলেন, ‘আমার দল প্রস্তুত।  জাপানে আমরা ১০ দিন অনুশীলন করেছি। ’

ভূটান বি গ্রুপের আন্ডারডগ দল।  সেই ভূটানের প্রস্তুতি অন্য তিন দলের চেয়ে একটু বেশি বলে মন্তব্য কোচ পেমার, ‘আমরা ভূটানে এক মাস এবং ভারতের কলকাতায় ৬ দিন অনুশীলনের পর স্থানীয় ক্লাবের সঙ্গে দুটি ম্যাচ খেলেছি। ’