লিটারে ১২ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম

বোতলজাত ভোজ্যতেলের দাম এক লাফে লিটারে বাড়ল ১২ টাকা। বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৯৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।

আজ বৃহস্পতিবার (৪ মে) এ নতুন দাম নির্ধারণ করা হয়।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৭৬ টাকা ও বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটার ১৯৯ টাকা। এ ছাড়া, ৫ লিটারের বোতল ৯৬০ টাকায় বিক্রি হবে। খোলা পাম তেলের দাম নির্ধারণ করা হয়েছে ১৩৫ টাকা।

এর আগে খোলা সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটার ১৬৭ টাকা ও বোতলজাত প্রতি লিটার ১৮৭ টাকা। এ ছাড়া, ৫ লিটারের বোতলের দাম ছিল ৯০৬ টাকা। খোলা পাম তেলের দাম ছিল ১১৭ টাকা।

সে হিসাবে খোলা সয়াবিন তেলের দাম প্রতি লিটারে ৯ টাকা, বোতলজাত সয়াবিন তেল প্রতি লিটারে ১২ টাকা এবং খোলা পাম তেলের দাম প্রতি লিটারে ১৮ টাকা বেড়েছে।