লন টেনিসে ঢাকা ক্লাবকে হারিয়ে চ্যম্পিয়ন চিটাগাং ক্লাব
সফররত চিটাগাং ক্লাব এবং ঢাকা ক্লাব এর মধ্যে বিভিন্ন ইভেন্টের প্রীতি ম্যাচ গত ১১ ও ১২ মে সম্পন্ন হয়। লন টেনিসে ঢাকা ক্লাবকে ২-১ সেটে হারিয়ে চিটাগাং ক্লাব টেনিস দল চ্যাম্পিয়ন হয়েছে।
চিটাগাং লন টেনিস মেম্বার ইনচার্জ সালামত উল্লাহ বাহার এমবিএ এর নেতৃত্বে চিটাগাং কা¬বের হয়ে ভেটার্ন দ্বৈতে খেলেন কাজী নজরুল ইসলাম কাজল ও আতাউল হাকিম চৌধুরী খসরু, উম্মুক্ত এককে খেলেন আতিকুল আলম চৌধুরী। এছাড়া অপর উম্মুক্ত দ্বৈতে খেলেন আতিকুল আলম চৌধুরী ও ঈমাম হোসাইন।
এই উপলক্ষে এক অনুষ্ঠানে চিটাগাং ক্লাব দলের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা ক্লাব প্রেসিডেন্ট খন্দকার মসিউজ্জামান (রুসেল)। অনুষ্ঠানে চিটাগাং ক্লাব চেয়ারম্যান মিয়া মোহাম্মদ আব্দুর রহিম, ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম চৌধুরী (আলমগীর) এবং ক্লাব নির্বহী কমিটি মেম্বার সালাউদ্দিন আহমেদ, মো. জাহিদ সুলতান (টিপু),আবু আহমেদ হাসনাত, মোসলেহ উদ্দিন আহমেদ (অপু), মোহাম্মদ ইয়াকুব, মোহাম্মদ রফিকুল ইসলাম মিয়া (বাবুল), মো. সালামত উল্লাহ বাহার এমবিএ প্রমুখ উপস্থিত ছিলেন।