হারের বৃত্ত থেকে বের হতে পারছে না ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এবার শ্রীলঙ্কার বিপক্ষে বড় পরাজয়ের স্বাদ পেলো জস বাটলারের দল। বলে ব্যাটে কর্তৃত্ব দেখিয়ে স্রেফ বিশ্ব চ্যাম্পিয়নদের যেন উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা।
ব্যাঙ্গালুরুতে বৃহস্পতিবার (২৬ অক্টোবর) টস জিতে ব্যাটিং করতে নেমে ৩৩.২ ওভারে মাত্র ১৫৬ রানে অলআউট হয় ইংল্যান্ড। তাড়া করতে নেমে ২৫.৪ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা।
যা বিশ্বকাপের মঞ্চে ইংলিশদের বিপক্ষে লঙ্কানদের টানা পঞ্চম জয়। যদিও এগুলো এসেছে গেল দুই দশকে।
অন্যদিকে এবারের বিশ্বকাপে ইংল্যান্ডের এটা পঞ্চম ম্যাচে চতুর্থ হার। একমাত্র বাংলাদেশের বিপক্ষে জয় পেয়েছে তারা। হেরেছে নিউ জিল্যান্ড, আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার কাছে।