রোহিতদের অতি আত্মবিশ্বাসী না হওয়ার সতর্কবার্তা কিরমানির

 

সৈয়দ কিরমানি ভারতের ক্রিকেট জগতের জনপ্রিয় এক নাম । ১৯৮৩ বিশ্বকাপে ভারতের শ্রেষ্ঠত্ব অর্জনের সময়ে উইকেটের পেছনে ছিল তার হাত। আবার জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে কপিল দেবের ইতিহাস গড়া ১৭৫ রানের ইনিংস যোগ্য সঙ্গ দিয়েছিলেন কিরমানি।

পরবর্তী জীবনে ভারতের প্রধান নির্বাচকের ভূমিকাতেও ছিলেন তিনি। এবার নিজ দেশের মাটিতে বিশ্বকাপ জয়ে ভারতের সম্ভাবনাই সবচেয়ে উজ্জ্বল বলে মনে করেন তিনি। তবে, সেমিফাইনালের আগে ভারতকে সতর্কবার্তা দিয়েছেন তিনি। তিনি ১৯৮৩ সালের ওয়েস্ট ইন্ডিজের কথা উল্লেখ করে ভারত ক্রিকেট দলকে অতি আত্মবিশ্বাসী না হওয়ার পরামর্শ দিয়েছেন।

কিরমানি মনে করেন, ১৯৮৩ সালের ফাইনালে ভারতের প্রতিপক্ষ দুবারের বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজ তাদেরকে হালকাভাবে নিয়েছিল। আর সেটা মাশুলই দিতে হয়েছিল ক্যারিবীয়দের। ১৮৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৩ রানে হেরে বসে গর্ডন গ্রিনিজ, ভিভ রিচার্ডস, ক্লাইভ লয়েডদের ওয়েস্ট ইন্ডিজ।

এবারের ভারত দল প্রসঙ্গে কিরমানি বলেছেন, ‘দুর্দান্ত। তারা চ্যাম্পিয়নের মতো করেই খেলছে, ওয়েস্ট ইন্ডিজ যেমন খেলেছিল। কেউই মনে করছে না যে ভারত হারবে। আমি ভারতের বিশ্বকাপ জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। কিন্তু এই মহান খেলার গৌরবময় অনিশ্চয়তার কারণে আপনি আসলে নিশ্চিত হতে পারবেন না। ওয়েস্ট ইন্ডিজ ১৯৮৩ সালে যেভাবে হালকাভাবে নিয়েছিল, সেটি করা যাবে না।

অবশ্য ভারত নিজেদের অবস্থান বেশ ভালোভাবেই ধরেছে। নেদারল্যান্ডসের বিপক্ষে অপেক্ষাকৃত দূর্বল প্রতিপক্ষ পেয়েও পূর্ণশক্তির স্কোয়াডই মাঠে নামিয়েছিল টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপ জেতার ব্যাপারে রোহিত শর্মারা যে খুবই সিরিয়াস, সেটার প্রমাণও মিলেছিল সেই ম্যাচে।