রোববার পুরুষ ভলিবলে আঞ্চলিক পর্ব শুরু
চট্টগ্রাম বিভাগের আন্তঃজেলা
বাংলাদেশ ভলিবল ফেডারেশনের আয়োজনে, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং ম্যাক গ্রুপ’র আর্থিক পৃষ্ঠপোষকতায় তিনদিন ব্যাপী চট্টগ্রাম বিভাগের আন্তঃজেলা পুরুষ ভলিবল প্রতিযোগিতা রোববার (৪ জুন) শুরু হচ্ছে।
সকাল ১০টায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামস্থ প্রশিক্ষণ মাঠে সাবেক সিটি মেয়র ও সিজেকেএস সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন প্রধান অতিথি থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের যুগ্ম-সম্পাদক-১ ও সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক এড. ফজলে রাব্বি বাবুল এবং স্পন্সর ম্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মুন্না।
এ উপলক্ষে এক সংবাদ সম্মেলন শনিবার (৩ জুন) বিকেলে এম এ আজিজ স্টেডিয়ামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সিজেকেএস নির্বাহী সদস্য এবং ভলিবল কমিটির সম্পাদক অহীদ সিরাজ চৌধুরী স্বপন। অন্যান্যের মধ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন, ম্যাক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. মহসিন মুন্না ও সিজেকেএস সহ সভাপতি মো. হাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, সিজেকেএস ভলিবল কমিটির ভাইস চেয়ারম্যান মো. শোয়াইব, যুগ্ম সম্পাদক শামীম আহমেদ, সিজেকেএস কাউন্সিলর মকছুদুর রহমান বুলবুল, আলী হাসান রাজু ও মো. সরওয়ার আলম চৌধুরী মনি প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানা যায়, এতে স্বাগতিক চট্টগ্রাম জেলা, কুমিল্লা, ফেনী, রাঙ্গামাটি, নোয়াখালী, হবিগঞ্জ, সুনামগঞ্জ, বান্দরবান ও কক্সবাজার জেলা অংশগ্রহণ করবে। এ উপলক্ষে ১ লক্ষ ৩০ হাজার টাকার বাজেট প্রণয়ন করা হয়েছে। যাতে স্পন্সর প্রতিষ্ঠান ম্যাক গ্রুপ ১ লক্ষ টাকা প্রদান করেছেন।
বাংলাদেশ ভলিবল ফেডারেশন অংশগ্রহণকারী প্রত্যেক জেলাকে থোক বরাদ্দ হিসেবে ১০ হাজার টাকা করে প্রদান করবেন। দলসমূহের যাতায়াত, আহার ও অন্যান্য বিষয়সমূহ অংশগ্রহণকারী দলগুলো বহন করবে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চট্টগ্রাম জেলা দলের চিফ দ্য মিশন হিসেবে সিজেকেএস সহ-সভাপতি একেএম এহসানুল হায়দার চৌধুরী বাবুল চট্টগ্রাম জেলা দলকে আর্থিক ও যাবতীয় বিষয়ে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করায় সংবাদ সম্মেলনে তার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।