তর্কাতীতভাবেই রিয়াল মাদ্রিদের সর্বকালের সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ৬ মৌসুমে রিয়ালের হয়ে ৫০টিরও বেশি করে গোল দিয়েছেন রোনালদো। ২০১০ থেকে ২০১৬ সালের মধ্যে এই কীর্তি গড়েন তিনি। এর মধ্যে ২০১৪-১৫ মৌসুমে করেছিলেন ৬১ গোল। রিয়ালের ইতিহাসে এক মৌসুমে এত গোল করতে পারেননি আর কেউই। রিয়ালের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫০ গোল করেছেন রোনালদো। যা তাকে বসিয়েছে ক্লাবটির সর্বকালের সেরা গোলদাতার আসনে।
রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়ার পর আর কোনো খেলোয়াড় একক মৌসুমে ৫০ গোলের কীর্তি ছুঁতে পারেননি। তবে নতুন করে আশার পালে হাওয়া লেগেছে রিয়াল শিবিরে। শীঘ্রই শুরু হতে যাওয়া মৌসুমে লস ব্লাঙ্কোসদের হয়ে যে মাঠ মাতাবেন কিলিয়ান এমবাপ্পে। রোনালদো মতো রেকর্ড না থাকলেও পিএসজিতেও দারুণ ফর্মে ছিলেন তিনি। ফরাসি ক্লাবটির হয়ে ২৫৬ গোল করেছেন তিনি, যার মধ্যে একটি মৌসুমে আছে ৪৪ গোল।
রিয়ালে ভেড়ার পর এরই মধ্যে একটি ম্যাচ খেলে ফেলেছেন এমবাপ্পে। উয়েফা সুপার কাপে নিজের অভিষেক ম্যাচে নেমে নান্দনিক একটি গোলও করেছেন ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা। তাতে আতালান্তাকে ২-০ গোলে হারিয়ে শিরোপার স্বাদও পায় মাদ্রিদের ক্লাবটি।
গোল করতে দক্ষ এমবাপ্পের কারণে তাই রিয়াল শিবিরে আশা, ৫০ গোলের মাইলফলক আবারও ছুঁতে পারবে রিয়ালের কোনো খেলোয়াড়। তবে এসব মাইলফলক নিয়ে ভাবেন না এমবাপ্পে। তার কাছে দলীয় অর্জনই মুখ্য।
মুভিস্টারকে দেওয়া এক সাক্ষা’কারে এমবাপ্পে বলেছেন, ‘আমরা রিয়াল মাদ্রিদে, আমাদের কোনো সীমারেখা নেই, আমি যদি ৫০ গোল করতে পারি তাহলে ৫০, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটার হচ্ছে জয় এবং দল হিসেবে উন্নতি করা, কারণ আমরা দল হিসেবে জিতব।‘
উয়েফা সুপার লিগের ম্যাচ নিয়ে এই ফরাসি তারকা বলেন, ‘দারুণ একটি রাত ছিল, অনেক দিন ধরেই এমন মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। এই জার্সি পরে, এই ব্যাজ ধারণ করে, এই দর্শকদের জন্য খেলা আমার জন্য উপহারের মতো। আমরা শিরোপাও জিতেছি, সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জানি এখানে আমাদের সবসময় জিততে হবে এবং আমি খুব খুশি।’