রোনালদোর ক্লাবকে হারাতে পারলো না পিএসজি

ফরাসি জায়ান্ট পিএসজির কঠিন পরীক্ষাই নিলেন পর্তুগিজ উইঙ্গার ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-নাসরে।  প্রাক-মৌসুমী প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে মঙ্গলবার (২৫ জুলাই) জাপানের নাগাই স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দুই দল।

এই ম্যাচ দিয়েই পিএসজির জাপান সফরের শুরু হয়েছে।  তবে শুরুটা ভালো হলো না প্যারিসিয়ানদের।  এমবাপে ও নেইমারকে ছাড়া তুলনামূলক দুর্বল আল-নাসরের সঙ্গে খেলতে নেমে নিষ্ফলা ড্র নিয়ে মাঠ ছাড়লো ফরাসি চ্যাম্পিয়নরা।

ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার জুনিয়র রইলেন বেঞ্চেই।  দলের আরেক মহাতারকা এমবাপ্পেও ‘অজানা’ কারণে স্কোয়াডের বাইরে।  তবে দলবদল নিয়ে ঝামেলার কারণেই তাকে মূল দলের বাইরে রাখা হয়েছে বলে শোনা যাচ্ছে।  কারণ তাকে পেতে এরইমধ্যে ৩০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে সৌদি ক্লাব আল-হিলাল।  কিন্তু ফরাসি ফরোয়ার্ড চান রিয়াল মাদ্রিদের যেতে।  এর মধ্যেই মঙ্গলবার তাকে ছাড়াই মাঠে নামে পিএসজি।

নেইমার ও এমবাপ্পের জায়গায় মঙ্গলবার পিএসজির জার্সিতে মাঠে নামের কার্লোস সোলের ও নোয়া লেমিনা।  আর রিয়াল ছেড়ে এই গ্রীষ্মে যোগ দেওয়া মার্কো আসেনসিও খেলেছেন মূল স্ট্রাইকার হিসেবে।  এই স্প্যানিশ ফরোয়ার্ড আবার রিয়ালে রোনালদোর সাবেক সতীর্থ।  তবে পিএসজির নতুন এই আক্রমণভাগ তেমন কাজে আসেনি।  বরং শুরুর দিকে রোনালদোর নেতৃত্বে আল-নাসর দারুণ কিছু সুযোগ তৈরি করে।

বল দখল ও আক্রমণে পিএসজি এগিয়ে থাকলেও দুই দলের মধ্যে পার্থক্য হয়ে থাকেন রোনালদো।  সবমিলিয়ে প্রথমার্ধে পিএসজিকে দারুণ চাপে রাখে আল-নাসর।  দ্বিতীয়ার্ধেও সেই চাপ অব্যাহত রাখে সৌদি ক্লাবটি।  এ নিয়ে টানা তিন ম্যাচে গোলের মুখ দেখলেন না রোনালদো।