রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর ক্লাব সমাবেশ

আজ শনিবার রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর ক্লাব সমাবেশে বক্তরা বলেন,  যোগ্য নেতৃত্ব সৃস্টির জন্য
প্রশিক্ষণের বিকল্প নাই।  রোটারি ক্লাব অব গ্রেটার চিটাগাং এর ২০২৪-২৫ সালের ক্লাব সমাবেশ নির্বাচিত সভাপতি এস এম জমির উদ্দিন এর সভাপতিত্বে চিটাগাং ক্লাবে অনুস্টিত হয়। এতে বক্তারা বলেন যোগ্য নেতৃত্ব সৃষ্টির জন্য প্রশিক্ষণের বিকল্প নাই। ক্লাব কে সুন্দর ভাবে পরিচালনা করতে আগামী নেতৃত্বকে বেশি বেশি প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
আজকের ক্লাব সমাবেশ পরিচালনা করেন ক্লাবের লার্নিং ফেসিলেটেটর ও চার্টার প্রেসিডেন্ট মোহাম্মদ শাহজাহান। নির্বাচিত সভাপতি এস এম জমির উদ্দিন বোর্ড অফ ডাইরেক্টর ২০২৪-২৫, স্ট্যান্ডি কমিটি, সাব কমিটি, প্রেসিডেন্ট কাউন্সিল ও অভিষেক কমিটি ঘোষণা করেন। ইয়ার প্ল্যান তুলে ধরেন সেক্রেটারি ২০২৪-২৫ ড. আয়েশা আফরিন, বাজেট উপস্থাপন করেন কোষাধ্যক্ষ ২০২৪-২৫ ইকরাম পাশা। দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন ক্লাব সভাপতি জামাল উদ্দিন সিকদার, পিপি এমদাদুল আজিজ চৌধুরী, পিপি প্রফেসর ড. সৈয়দা খুরশিদা বেগম,পিপি ইন্জিনিয়ার আজিজুল গনি চৌধুরী, প্রেসিডেন্ট নমিনি সৈয়দা কামরুন্নাহার, সহ সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন, ক্লাব সেক্রেটারি মোহাম্মদ বেলাল, কোষাধ্যক্ষ সৈয়দা সেলিনা সরওয়ার, পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, জাহাঙ্গীর কবির, তাহসিন চৌধুরী, শেখ ফরিদ, আলাউদ্দিন আলম, ফারিহা তাবাসসুম চৌধুরী, এস এম সাজ্জাদ হোসেন, জাহন্গীর আলম বাদশা, এম এ মতিন প্রমুখ।